মুসতাহিদ ও মুহাক্কেক ইমাম, ফুকাহা ও মুহাদ্দেসগণের জন্ম মৃত্যু সন
নিম্নে উল্লেখযোগ্য মুসতাহিদ ও মুহাক্কেক ইমাম ফুকাহায়ে কেরামের জন্ম মৃত্যু সন উল্লেখ করা হল এবং সময়ে সময়ে তথ্য আপডেট করার নিয়ত থাকলো। আল্লাহই তৌফিকদাতা।
প্রথম হিজরী শতকের মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম
# ইমাম সাঈদ ইবনুল মুসাইয়্যেব (ওমর ফারুকের খিলাফতকাল-৯৩ হি:)
# ইমাম আলকামা (১০-৬০ হি:)
# ইমাম ইকরামা (২৫-১০৪ হি:)
# ইমাম ইবনে শিরিন (২৮-১১০ হি:)
# ইমাম আতা ইবনু আবি রাবাহ (২৭-১১৪ হি:)
# ইমাম যুহরী (৫১-১২৪ হি:)
# ইমাম সাঈদ বিন জুবায়ের (৪৬-৯৫ হি:)
# ইমাম কাতাদাহ (৬০-১১৭ হি:)
# ইমাম নাফে (৩০-১১৭/১১৯ হি:)
# ইমাম হাসান বসরী (২১-১১০ হি:)
# ইমাম আবু হানিফা (৮০-১৫০ হি:)
# ইমাম ইবনে জুরায়েয (৮০-১৫০ হি:)
# ইমাম মালেক (৯৩-১৭৯ হি:)
দ্বিতীয় হিজরী শতকের মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম
# ইমাম শাফেয়ী (১৫০-২০৪ হি:)
# ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হি:)
# ইমাম ইসহাক বিন রাহবিয়া (১৬১-২৩৮ হি:)
# ইমাম আলী বিন মাদিনী (১৬২-২৩৪ হি:)
# ইমাম দারেমী (১৮১-২৫৫ হি:)
# ইমাম বুখারী (১৯৪-২৫৬ হি:)
# ইমাম আবু দাউদ সিজিসতানী (২০২-২৭৫ হি:)
# ইমাম মুসলীম (২০২/২০৬-২৬১ হি:)
# ইমাম ইবনে মাজাহ (২০৯-২৭৩ হি:)
# ইমাম তিরমিযী (২০৯-২৭৯ হি:)
# ইমাম নাসায়ী (২১৪-৩০৩ হি:)
তৃতীয় হিজরী শতকের মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম
# ইমামুল হারামাঈন যুওয়াইনী
# ইমাম ইবনে হাযাম আন্দালুসী (৩৮৪- ৪৫৬ হি:)
# ইমাম আবু ইয়া’লা হাম্বলী (৩৮০-৪৫৮ হি:)
# ইমাম রজব হাম্বলী
# ইমাম শাতেবী
# ইমাম আবু বকর ইবনুল আবারী
# ইমাম শাওকানী
# মোল্লা আলী ক্বারী
বিভিন্ন হিজরী শতকের মুফাসসীরীনে কেরাম
# ইমাম আবু জা’ফর ইবনে জারীর তাবারী (২২৪-৩১০ হি:)
# ইমাম ফখুরুদ্দিন রাযী (মৃ: ৬০৬ হি:)
# ইমাম কুরতুবী (মৃ: ৬৭১ হি:)
# ইমাম ইবনে কাসির (৭০১-৭৭৪ হি:)
# ইমাম খাযেন (মৃ: ৭৪১ হি:)
# ইমাম আবু হাইয়্যান আন্দুলুসী (মৃ: ৭৪৫ হি:)