অসহায় গরিব ও অভাবীকে দান-সদকাহ করার ফজিলত: কুরআন হাদিস থেকে

এতীম, অসহায় গরিব ও অভাবীকে দান-সদকাহ করার ফজিলত: কুরআন হাদিস থেকে

 

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیۡمِ

الحمد لله و الصلاة و السلام على رسوله محمد و على أله و أمّته

اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلوٰةً تُنَجِّيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْأَهْوَالِ وَاْلآفَاتِ وَتَقْضِيْ لَنَا بِهَا مِنْ جَمِيْعِ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّاٰتِ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ اَعْليٰ الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِهَا اَقْصىٰ الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاتِ وَبَعْدَ الْمَمَاتِ- اِنَّكَ عَليٰ كُلِّ شَيْئٍ قَدِيْرٍ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ

 

[উল্লেখ্য, এই গোটা আলোচনায় উল্লেখিত বিভিন্ন আয়াতে কারিমা, হাদিস ও আছার এবং আরবী ইবারত সমূহের অনুবাদ’কে কোনো বিজ্ঞ মুহাক্কেক আলেমের পরামর্শ ব্যাতীত কারো কাছে বর্ণনা করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি, যাতে আমার অযোগ্যতার কারণে এখানে কোনো উল্লেখযোগ্য ভুল হয়ে থাকলে তা সংশোধন করে নেয়ার আগেই মানব সমাজে ছড়িয়ে না যায়। এগুলো পড়ুন ইলম অর্জনের জন্য এবং যোগ্য আলেম থেকে তা বুঝিয়ে নিন। আর কোনো যোগ্য চোখে উল্লেখযোগ্য ভুল ধরা পড়লে তা আমাকে অবগত করুন।]

 

এতীম, অসহায়, গরিব ও অভাবীকে দান-সদকাহ করার সওয়াব ও ফজিলত: কুরআন কারিম থেকে

আল্লাহ তাআলা এরশাদ করেছেন-

وَ مَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَ مَا تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ۚ وَ مَا تُنفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَ أَنتُمْ لَا تُظْلَمُونَ 

 “আর তোমরা (তোমাদের রিজিক থেকে নির্দেশিত) কোনো কল্যানকর (কাজে) যা কিছু (নিয়ম মতো) দান করো, তা মূলত: তোমাদের নিজেদের জন্যই (কল্যানকর হবে)। আর তোমরা কেবলমাত্র আল্লাহ’র সন্তষ্টি (পাওয়া)র অন্বেষণেই (তাঁর পথে) দান করবে। আর (আজ) তোমরা (দুনিয়াতে) যা কিছু কল্যানকর (কাজে) দান করবে, তা(র পুরষ্কার) তোমাদের পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং তোমাদের প্রতি (কোনো রকম) অবিচার করা হবে না”। [সূরা বাকারাহ ২৭২]

 الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَ النَّهَارِ سِرًّا وَ عَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَ لَا هُمْ يَحْزَنُونَ

 “যারা তাদের সম্পদকে (আল্লাহ’র পথে) দান করে রাতে ও দিন -প্রকাশ্যে এবং গোপনে, তাদের পুরষ্কার রয়েছে তাদের রবের কাছে। (আখেরাতের জীবনে) তাদের উপরে না থাকবে কোনো ভয়ভীতি, আর না তারা চিন্তিত হবে”। [সূরা বাকারাহ ২৭৪]

 

এতীম, অসহায়, গরিব ও অভাবীকে দান-সদকাহ করার সওয়াব ও ফজিলত: হাদিস ও আছার থেকে

# আবু হুরায়রাহ রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেনقَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ . رواه البخاري فيي صحيحه ، كتاب النفقات، باب فضل النفقة على الأهل : ٩/٤٩٧ رقم ٥٣٥٢، و مسلم في صحيحه : رقم ٩٩٣  –“আল্লাহ বলেন: ‘হে আদম সন্তান! (আমার পথে) খরচ করো, তোমার উপরেও খরচ করা হবে”। [সহিহ বুখারী– ৯/৪৯৭ হাদিস ৫৩৫২; সহিহ মুসলীম, হাদিস ৯৯৩]

# আবু হুরায়রাহ রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ للَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ . رواه مسلم في صحيحه، كتاب البر والصلة والآداب، باب استحباب العفو والتواضع، برقم ٢٥٨٨ “সদকাহ (দান) -ধ্বনমালে ঘাটতি আনে না। আর (কাউকে) ক্ষমা করার দ্বারা -আল্লাহ (তাঁর বান্দার) মানমর্যাদা অবশ্যই বাড়িয়ে দেন। আর যে কেউ আল্লাহ’র জন্য বিনয়ী হয়, আল্লাহ অবশ্যই তাকে (মানুষের চোখে মানমর্যাদায়) উন্নত করে দেন”। [সহিহ মুসলীম, হাদিস ২৫৮৮]

# উকবাহ বিন আমের রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেনكُلُّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ . رواه الإمام أحمد في المسند : ٢٨/٥٦٨ و غيره، و صححه محققو المسند، و الشيخ الألباني في تخريج أحاديث مشكلة الفقر : ص ٧٥  –“(কেয়ামতের দিন) প্রত্যেক (মুসলীম) ব্যাক্তি তার সদকাহ’র ছায়ায় থাকবে”। [মুসনাদে আহমদ- ২৮/৫৬৮ হাদিস ১৭৩৩২; মুসতাদরাকে হাকিম- ১/৫৭৬; সহিহ ইবনে হিব্বান– ৮/১০৪ হাদিস ৩৩১০; মুসনাদে আবু ইয়া’লা, হাদিস ১৭৬৬; সহিহ ইবনে খুযাইমাহ, হাদিস ২৪৩১]

# যাবের বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন يا كعبُ بنَ عُجرةَ ! الصلاةُ قُربانٌ ، و الصيامُ جُنَّةٌ ، و الصدقةُ تُطفِئُ الخطيئةَ كما يُطفئُ الماءُ النارَ . أخرجه أحمد في المسند : رقم ١٥٢٨٤ ، و عبد بن حميد في المسند : رقم ١١٣٦ مطولاً، و أبو يعلى في المسند : رقم ١٩٩٩ و اللفظ له ، و صححه الألباني في صحيح الترغيب : رقم ٨٦٦  – “হে কা’ব বিন উযরাহ! নামায হল (আল্লাহ) নৈকট্য (লাভের সর্বোৎকৃষ্ট মাধ্যম), আর সিয়াম (রোযা) হল (নাজায়েয বিষয়াবলি থেকে বাঁচার এক মজবুৎ) ঢাল (স্বরূপ), আর সদকাহ -গোনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে আগুকে মিটিয়ে দেয় পানি”। [মুসনাদে আহমদ, হাদিস ১৫২৮৪; মুসনাদে আব্দ বিন হুমায়েদ, হাদিস ১১৩৬; মুসনাদে আবু ইয়া’লা, হাদিস ১৯৯৯]

ফায়দা: আরেক হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেনتصدقوا ولو بتمرة، فإنها تسد من الجائع، وتطفئ الخطيئة كما يطفئ الماء النار . رواه ابن المبارك في الزهد ، وصححه الألباني في صحيح الجامع رقم ٢٩٥١  – “তোমরা দান-সদকাহ করো -যদিও বা (একটি) খেজুর (দানা) দিয়েই হোক না কেনো। কারণ, তা ক্ষুধাকে ঠেকায় এবং গোনাহকে (তা) এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে আগুকে মিটিয়ে দেয় পানি”। [আল-জুহদ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক: জামেউস সহিহ, হাদিস ২৯৫১]

# হারেছাহ বিন নু’মান রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেনمُناولةُ المِسكينِ تَقِي ميتةَ السُّوءِ . أخرجه الطبرانى في المعجم الكبير , باب الحاء , باب من اسمه حارثة : رقم ٣٦٣٣ ، و غيره ايضا، قال الهيثمى في مجمع الزاوئد : ٣/١١٥ : رواه الطبراني في الكبير وفيه من لم أعرفه، و ضعفه الألباني في سلسلة الأحاديث الضعيفة : ١٠/١٩٨ رقم ٤٦٦٧  – “মিসকিন (-এর কাছে দান-সদকাহ) বিতরণ (আমলটি) -অপমৃত্যু থেকে মুক্তি দেয়”। [আল-মু’জামুল কাবির, ত্বাবরাণী- ৩/৬৩১ হাদিস ৩৬৩৩; তারিখুল কাবির, ইমাম বুখারী- ১/১৮০; মা’রেফাতুস সাহাবাহ, আবু নুআইম- ১/৭৩৭ হাদিস ১৯৬৪; হিলইয়াতুল আউলিয়াহ, আবু নুআইম- ২/৩০২; শুয়াবুল ইমান, বাইহাকী- ২/১৭২; আত-ত্ববাকাত, ইবনে সা’দ- ৩/৪৮৮; মুসনাদে ফিদাউস, দাইলামী- ৪/১৫৩ হাদিস ৬৪৭৩]
 
# রাফে বিন খাদীজ রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন الصدقة تسُدُّ سبعين بابا من السوء . رواه الطبراني في الكبير: ٤/٢٧٤ رقم ٤٤٠٢، قال الهيثمي في مجمع الزاوئد : فيه حماد بن شعيب وهو ضعيف، وضعفه الألباني في ضعيف الترغيب والترهيب : ١/١٣١ رقم ٥٢١  – “সদকাহ  অনিষ্টের সত্তরটি দ্বার রুদ্ধ করে দেয়”। [আল-মু’জামুল কাবির, ত্বাবরাণী- ৪/২৭৪ হাদিস ৪৪০২]
 
# আনাস বিন মালেক রা. থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন تصدقوا فإن الصدقة فكاككم من النار. أخرجه الطبرانى في الأوسط : ٨٠٦٠ ، و أبو نعيم في الحلية : ١٠/٤٠٣، و البيهقي في شعب الإيمان : ٣٣٥٥ ، إسناده ضعيف، تفرد به الحارث بن عمير وهو ضعيف، اورده قال الهيثمي في مجمع الزاوئد : ٣/١١٣، و ضعفه الألباني في ضعيف الترغيب والترهيب : ١/١٣٢ رقم ٥٢٣  – “তোমরা সদকাহ (দান) করো। কারণ, নিশ্চই সদকাহ তোমাদেরকে দোযখ থেকে রুখে দিবে”। [আল-মু’জামুল আউসাত, ত্বাবরাণী- ৮০৬০; হিলইয়াতুল আউলিয়াহ, আবু নুআইম- ১০/৪০৩; শুয়াবুল ইমান, বাইহাকী- ৩৩৫৫; মাজমাউয যাওয়ায়ীদ, হাইছামী- ৩/১১৩]