Uncategorized

ফরয জাকাত আদায় বিধান : কুরআন, হাদিস ও ফিকহি আলোচনা

ফরয জাকাত আদায় বিধান : কুরআন, হাদিস ও ফিকহি আলোচনা 

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیۡمِ

الحمد لله و الصلاة و السلام على رسوله محمد و على أله و أمّته

اَللّٰهُمَّ صَلِّ عَليٰ مُحَمَّدٍ النبي الأمي عَدَدَ خَلْقِك وَ رِضَا نَفْسِك وَزِنَةَ عَرْشِك وَ مِدَادَ كَلِمَاتِك، صَلِّ عَليه صَلاَةً كَامِلَةً دَائِمَةً كَمَا يَنْبَغِي أَنْ يُصَلَّى عَلَيهِ وَ سَلِّمْ تَسلِيمَاً بِقَدرِ عَظَمَةِ ذَاتِكَ فِى كُلِّ وَقتٍ وَ حِين، صلاة تكون لك رضاء و له جزاء، صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء باقية ببقائك الى يوم الدين ، و اعطه الوسيلة و الفضيلة و المقام المحمود الذي وعدته، و اجزه عنا ما هو اهله، و على اله وأصحابه و أزواجه و ذريته و أهل بيته و سلم تسليما مثل ذلك، اَللّٰهُمَّ اجمعني معه في الفردوس و جنة المأوى، اَللّٰهُمَّ صَلِّ عَليٰ مُحَمَّدٍ صَلوٰةً تُنَجِّيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْأَهْوَالِ وَاْلآفَاتِ وَتَقْضِيْ لَنَا بِهَا مِنْ جَمِيْعِ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّاٰتِ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ اَعْليٰ الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِهَا اَقْصىٰ الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاتِ وَبَعْدَ الْمَمَاتِ- اِنَّكَ عَليٰ كُلِّ شَيْئٍ قَدِيْرٍ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ

[ইতিপূর্বে এই ওয়েবসাইটের Menu Bar (মেনু বার) এবং সাথে Right Side Bar (রাইট সাইড বার)-এও ইসলামে যাকাতের বিধান – কুরআনের আয়াত, হাদিস ও ফিকহী মাসায়েল নামে একটি পেজ সংযুক্ত করে দিয়েছিলাম, (যে পেজে এতদসংশ্লিষ্ট সকল পেজের লিঙ্ক মওজুদ আছে)। কিন্তু যেহেতু (বিশেষ করে মোবাইলে ব্রাউজ করে) এই ওয়েবসাইটে ঢুকতেই Bar (বার) দুটি দৃষ্টিগোচর হয় না এবং প্রায় পাঠকই একটু কষ্ট করে Menu Bar (মেনু বার) থেকে পেজগুলো বের করে নিয়ে পড়তে চায় না, তাই আমি এই  Post (পোষ্ট) অপশনে বিভিন্ন শিরোনামের সূচিপত্র (index) সহ ফরয জাকাত আদায় বিধান : কুরআন, হাদিস ও ফিকহি আলোচনা -এই পেজটি সংযুক্ত হরে দিলাম, যাতে প্রতিটি পাঠক এই সাইটে ঢোকা মাত্রই পোস্টের ফরয জাকাত আদায় বিধান : কুরআন, হাদিস ও ফিকহি আলোচনা -এই টাইটেলটি দেখে তাতে কী আছে তা দেখার ও জানার আগ্রহ তৈরী হতে পারে এবং সহজেই এখানে ঢুকে শিরনামে ক্লিক করে আলোচনাগুলো একবার হলেও পড়ে নিতে পারেন। বিশেষ করে, যারা ইসলামী খিলাফত ও ইসলামী পারিবারকি আইন বিষয়ে ইলম অর্জনকে জরুরী মনে করেন, সেই সকল মর্দে মুমিনগণকে একবার হলেও নিম্নের পয়েন্টগুলো ক্লিক দিয়ে পড়ে নেয়ার জোর দাবী জানাচ্ছি এবং তা যতটা পারা যায় প্রচার প্রসার করার আহবান রাখছি]

যাকাত বিধান

ফরয জাকাত আদায় বিধান বিষয়ক আলোচনার সূচিপত্র (index)

১. ধ্বনীর হালাল মালের উপরে জাকাত ফরয হওয়া এবং আদায়/অনাদায়ের পরিণতি [এখানে ক্লিক করুন]
 
২. জাকাতের নিসাব ও হিসাব : স্বর্ণ রৌপ্য, অলঙ্কার, নগদ অর্থ ও ঋন[এখানে ক্লিক করুন]
 
৩. ব্যাবসায়িক মাল ও পণ্য সামগ্রীর জাকাত : কুরআন, হাদিস ও ফিকহী মাসায়েল  [এখানে ক্লিক করুন]
 
৪. ফযর জাকাত ব্যায়ের খাত ৮ টি : কুরআন, হাদিস ও ফিকহী মাসায়েল [এখানে ক্লিক করুন]
 
৫. বিচরনশীল গবাদীপশু ‘র জাকাত আদায়:কুরআন, হাদিস ও ফিকহী মাসায়েল [অসম্পূর্ণ]
 
৬. ওশর : জমি থেকে উৎপন্ন খাদ্যশস্য, ফসলা, ফলমুল, শাকসবজী ইত্যাদি’র জাকাত [অসম্পূর্ণ]
 
৭. জমি থেকে লব্ধ খনিজ ও গুপ্তধনের জাকাত : কুরআন, হাদিস ও ফিকহী মাসায়েল [অসম্পূর্ণ]
 
৮. রাসুলুল্লাহ ﷺ-এর মাদানী জীবনে রাষ্ট্র কর্তৃক যাকাত উসূল ও বন্টন ব্যবস্থা কায়েম হওয়ার দলিল [অসম্পূর্ণ]
 
৯. মুসলীম শাসকের উপরে ফরয হল সরকারী ভাবে যাকাত উসূল ও বন্টন ব্যবস্থা কায়েম করা [অসম্পূর্ণ]
 
 
 
 

One thought on “ফরয জাকাত আদায় বিধান : কুরআন, হাদিস ও ফিকহি আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *